যাবতীয় প্রশংসা মহান আল্লাহ্ রাব্বুল আলামীনের জন্য।
দূরুদ ও সালাম বর্ষিত হোক প্রিয় নী হযরত মোহাম্মদ (সাঃ) এর উপর।
সম্মানিত সুধী,
আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহ।
Education is the backbone of a nation "শিক্ষাই জাতির মেরুদন্ড” Education means the development of both body & soul "দৈহিক ও আত্মিক উন্নয়নই শিক্ষা”। আর এ শিক্ষার জন্য চাই উপযুক্ত পরিবেশ।
মানসম্মত আধুনিক পাঠ্যসূচি এবং পাঠদান পদ্ধতির আধুনিকায়ণ, উপর্যুক্ত কর্মসূচিকে সামনে রেখেই "উত্তরখান চানপাড়া মহিলা দাখিল মাদরাসা" টি ১৯৯৪ইং সনে প্রতিষ্ঠিত হয়। স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, সুযোগ্য ম্যানেজিং কমিটি, শিক্ষক-শিক্ষিকা ও কর্মচারী বৃন্দের সহযোগিতায় মাদরাসাটি সুনামের সাথে পরিচালিত হয়ে আসছে। ২০১০ সালে সরকার মাদরাসাটি এম.পি.ও ভুক্ত করেন। ২০১৪ সালে বর্তমান সরকারের সহযোগিতায় মাদরাসাটি বহুতল ভবন নির্মাণাধীন রয়েছে। মাদরাসাটি নিজস্ব বৈশিষ্টে অগ্রযাত্রার পথে এগিয়ে চলছে। পার্থিব ও পারলৌকিক উভয় জগতে কামিয়াবির জন্য মাদরাসা শিক্ষার বিকল্প নেই। মাদরাসা শিক্ষায় শিক্ষিত ছিলেন আল খারিজমী, আল কিন্দী, ইবনে সিনা, ইবনে খালদুন প্রমুখ জগত বিখ্যাত গণিত শাস্ত্রবিদ
দার্শনিক জ্যোতিবিদ ও চিকিৎসক।
বর্তমানে মাদ্রাসা শিক্ষায় যুক্ত হয়েছে ICT তথ্য প্রযুক্তি। তাই শিক্ষাকে আধুনিক ও স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে সকলের নিকট সমাদৃত করে তোলার জন্য ইসলামী জ্ঞান, মেধা ও মননে যোগ্যতা সম্পন্ন আদর্শ নাগরিক উপহার দেয়ার প্রত্যয় নিয়ে অত্র মাদরাসাটির পথচলা।
পরিশেষে মহান আল্লাহর নিকট প্রার্থনা মাদরাসাটির জন্য জমিদাতা এবং যে
কোন ভাবেই সহযোগিতাকারী সকলের ইহকালীন কল্যাণ ও পরকালীন জান্নাত কামনা করছি। -আমিন।
শুভেচ্ছান্তে
মাওলানা মোঃ বিল্লাল হোসেন
সুপারিনটেনডেন্ট