উত্তরখান চানপাড়া মাদ্রাসায় কেন পড়বে?

উত্তরখান চানপাড়া মাদ্রাসায় আপনাদের স্বাগতম

 

প্রিয় অভিভাবক,

আস্সালামু আলাইকুম,

আপনাদের সকলকে উত্তরখান চানপাড়া মহিলা দাখিল মাদ্রাসায় স্বাগতম।

মাদরাসার বৈশিষ্ট্যসমূহ ঃ
  • কুরআন ও সুন্নাহের আলোকে ঈমান ও আমল আখলাক গঠন।
  • ইসলামী শিক্ষা ও আধুনিক শিক্ষার সমন্বয় সাধন।
  • সুযোগ্য ম্যানেজিং কমিটি কর্তৃক পরিচালিত।
  • সরকারি (নায়েম, বেইনবেইজ, বি.এম.টি.টি.আই) ও বেসরকারি সংস্থার মাধ্যমে প্রশিক্ষণপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা মন্ডলী দ্বারা পাঠদান।
  • সেমিষ্টার ও টিউটোরিয়াল পদ্ধতিতে শিক্ষাদান।
  • দৈনন্দিন অধিকাংশ পড়া শ্রেণি কক্ষেই প্রস্তুত করা এবং বোর্ড পরীক্ষায় A+ পাওয়ার মত যোগ্য করে গড়ে তোলা।
  • স্পোকেন এরাবিক ও স্পোকেন ইংলিশ শিক্ষার ব্যবস্থা।
  • শরীয়ত সম্মত খেলা-ধুলা, সাংস্কৃতিক ও চিত্ত বিনোদন এবং শিক্ষা সফরের ব্যবস্থা।
  • নাহু সরফ, গ্রামার, ব্যাকরণসহ হাতের লেখা সুন্দরের জন্য বিশেষ ক্লাশের ব্যবস্থা।
  • ছাত্রীদের আমল-আখলাক ও লেখা-পড়ার অগ্রগতির জন্য প্রতিষ্ঠান কর্তৃক বাসায় মনিটরিং করা হয়।
  • মহিলাদের জন্য নিরিবিলি পরিবেশ, কোলাহল মুক্ত একটি আদর্শ শিক্ষা প্রতিষ্ঠান।
  • বিগত বছরগুলোতে এবতেদায়ী সমাপনীতে বৃত্তি এবং দাখিল পরীক্ষায় বৃত্তি ও A+ সহ ১০০% সাফল্য।
নিম্নোক্ত নিয়ম শৃঙ্খলা অভিভাবকদের জন্য করণীয়ঃ
  • সৎ, মর্যাদাবান ও আল্লাহ ভীরু হিসাবে জীবন যাপনের জন্য নিয়মিত অর্থসহ কোরআন হাদীস পাঠে অভ্যস্ত করতে পারিবারিক পরিবেশ তৈরি করা।
  • প্রত্যেহ শিক্ষার্থীর পাঠোন্নতির, আচার-আচরণ, উপস্থিতি ধর্মানুরাগ এবং শ্রেণিতে প্রাপ্ত বিষয়ভিত্তিক নম্বর ও মন্তব্য দেখে তার সামগ্রিক উন্নতির জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা।
  • ছেলে-মেয়ের পাঠ কক্ষ পড়াশুনার উপযোগী হতে হবে। বাড়ীতে টেলিভিশন দেখা বা বিভিন্ন অনুষ্ঠানাদির কারণে যেন পড়াশুনার বেঘাত না ঘটে সে ব্যাপারে সজাগ থাকা।
  • শিক্ষার্থীরা যেন ক্লাসের পড়ায় মনোযোগী হয় এবং বাড়ীতে নিজ উদ্যোগী হয়ে নিজের পড়া সম্পন্ন করার জন্য উৎসাহিত করা।
  • শিক্ষার্থীরা যাতে নিয়মিত ক্লাসে আসে সে ব্যাপারে সচেতন ভূমিকা পালন করা এবং বাসায় সঠিক তৎপরতার তথ্য আমাদের নিকট অবহিত করা।
  • শিক্ষার্থীদের ইউনিফর্ম পরিধান করে আসা এবং প্রয়োজনীয় শিক্ষা উপকরণ যথা সময়ে সরবরাহ করা।
  • পাঁচ ওয়াক্ত নামজ যথা সময়ে আদায় করা এবং মহিলা অভিভাবকগণ হিজাব সহকারে মাদরাসায় আগমন করা।
  • মাসিক প্রদেয় বেতনাদি চলতি মাসে ১০ তারিখের মধ্যে পরিশোধ করা।
মাদরাসায় ভর্তি নিয়মাবলী
  • নির্ধারিত ফি দিয়ে অফিস সময়ে ফরম সংগ্রহ করতে হবে।
  • ভর্তি প্রক্রিয়ায় সর্বক্ষেত্রে বোর্ডের নীতিমালা প্রযোজ্য হবে।
  • এবতেদায়ী শিশু শ্রেণিতে ভর্তির জন্য বয়স কমপক্ষে ৫ বছর হবে।
  • দাখিল ৬ষ্ঠ শ্রেণি থেকে ৯ম শ্রেণি পর্যন্ত ভর্তির ক্ষেত্রে মূল মার্কশীট, প্রশংসাপত্র জমা দিতে হবে।
  • সকল শ্রেণিতে ভর্তির জন্য জন্ম নিবন্ধন ও অভিভাবকের ভোটার আইডি কার্ডের ফটোকপি এবং পাসপোর্ট সাইজের ৩কপি ছবি জমা দিতে হবে।

 

ভর্তি ফির তালিকাঃ
শ্রেণি ভর্তি ফি সেশন ফি মাসিক বেতন
শিশু ১৫০০ ১০০০ ৩০০
১ম ১৫০০ ১০০০ ৩০০
২য় ১৭০০ ১২০০ ৩০০
৩য় ১৭০০ ১২০০ ৩০০
৪র্থ ১৮০০ ১৪০০ ৩০০
৫ম ১৮০০ ১৪০০ ৩০০
৬ষ্ঠ ২০০০ ১৮০০ ৪০০
৭ম ২০০০ ১৮০০ ৪০০
৮ম ২০০০ ১৮০০ ৪০০
৯ম ৩০০০ ৩০০০ ৪০০
১০ম ৩০০০ ৩০০০ ৪০০
শিক্ষার্থীর আইডি কার্ড ফি - ১২০/-
প্রতি শিক্ষাবর্ষে নিম্নলিখিত পরীক্ষসমূহ অনুষ্ঠিত হবে।
  • পাঠ শেষে নিয়মত ক্লাস টেষ্ট।
  • অর্ধ-বার্ষিক পরীক্ষা।
  • বার্ষিক পরীক্ষা।